ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব এক
লিখেছেনঃ অভি তারিখঃ ০৭/০৩/২০১১ ·
লেখাটি আপনার পছন্দ হয়েছে?
আমার আগের ফ্রীল্যান্সিং এর প্রাথমিক গুরুত্বপূর্ন বিষয়গুলো নিয়ে লিখেছিলাম। আপনারা যারা আগের পোস্টটি পড়েছেন তারা হয়ত জানবেন ওডেস্ক কি? এটি একটি খুবই জনপ্রিয় ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। ওডেস্ক নিয়ে ধারাবাহিকভাবে লেখার ইচ্ছা রয়েছে। তারই প্রেক্ষিতে আজ প্রথম পর্ব-
ওডেস্ক কি?
ওডেস্ক হলো অনলাইনে আয় করার একটি প্লাটফর্ম বা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি এখানে বিভিন্ন কাজের জন্য এ্যাপ্লাই করে কাজ করতে পারেন।
কাজের ধরন:
ওডেস্ক এ দুইভাবে কাজ করা হয়।
- এক: মূল্যনির্ধারক বা ফিক্সড ( এখানে কাজ শেষে পেমেন্ট করা হয়)
- দুই: সময়ভিত্তিক বা আওয়ারলি ( এখানে ওডেস্ক এ একটি সফটওয়ার আছে সেটার নাম ওডেস্ক টিম সেটা চালু করে দিয়ে কাজ করলেই আপনার এ্যাকাইন্টে ডলার জমা হতে থাকে)
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন: ডাটা এন্ট্রি , ওয়েব রিসার্চ , ওয়েব ডেভলব , প্রোগ্রামিং , এনিমেশন ইত্যাদি।
তবে ওয়েব ডেভলব বিশেষ করে ওয়ার্ডপ্রেস এর কাজ বেশি থাকে। আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে ভালোভাবে কাজ শিখুন
পেমেন্ট অপশন:
ওডেস্ক থেকে আপনি পেপা্ল , ক্রেডিট কার্ড , ব্যাংক ওয়ার , মানিবুকার্স এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। তবে এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য মানিবুকার্স টাই জনপ্রিয় এবং সহজ।
আজ থেকে ধারাবাহিকভাবে আমি ওডেস্ক এর যে টিউটো্রিয়াল গুলো লিখবো
- কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন
- ওডেস্ক মেনু অপশন পরিচিতি
- কিভাবে প্রোভাইলকে শক্তিশালী বা ইউনিক করবেন
- কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন
- কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন
- কিভাবে এ্যাপ্লাই করা জবের ইন্টারভিউ দেখবেন এবং ইন্টারভিউ দেবেন
- কিভাবে বায়ারের সাথে যোগাযোগ করবেন এবং কাজ বুঝে নেবেন
- কাজ শেষ হওয়ার পর কিভাবে কাজ জমা দেবেন
প্রথমে http://www.odesk.com এ যান
Hourly Rate এ নতুন অবস্তায় ডাটা এন্ট্রি হলে ১-২ ডলার এর মধ্যে দিন আর ওয়েব ডেভলপার হলে ২-৩ ডলার এর মধ্যে দিন।
Availability এ সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন ততটুকু দিন। Title এ আপনার পছন্দের টাইটেল দিন। আমি এখানে সাজেশ দেই, যেমন:
Data Entry Worker , Web research , MS Office , Computer Faundamental , Photoshop , Editing , HTML CSS , PHP , Joomla
সব শেষে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
আজ এ পর্যন্তই , খুব শীঘ্রই আগামী পোষ্ট নিয়ে আসবো।